রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ

রাংগামাটি

(www.rhdc.gov.bd)

 

২০১৯-২০২০ অর্থ বছরের বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ‌‌" বঙ্গবন্ধু শিক্ষা উপবৃত্তি'' আবেদন অনলাইনে দাখিল করার নিয়ামাবলী 

 

১।  রাংগামাটি পার্বত্য জেলা পরিষদের জেলা পরিষদের (www.rhdc.gov.bd) এর ‌“ বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তির অনলাইন আবেদন’’ লিংকটিতে ক্লিক করে অথবা ব্রাউজারের এড্রেস বারে (https://www.bpmcbd.com/scholarship/ টাইপ করে Enter চাপ দিন।

 

২।  নতুন ব্যবহারকারী হলে প্রথমে হোম পেজ থেকে ‘’রেজিস্ট্রেশন’’ বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন এবং পূর্বে যারা রেজিস্ট্রেশন করেছেন, তারা মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রোফাইল তথ্য সংশোধনপূর্বক আবেদন করুন ।

৩।  রেজিস্টেশন প্রক্রিয়া মোবাইল নম্বরসহ অন্যান্য তথ্যাদি দিয়ে ‘রেজিস্ট্রেশন করুন’ বাটনে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বরে ৬ ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে। এই কোড নম্বরটি দিয়ে যাচাই করুন বাটনে ক্লিক করলে অভিনন্দন, আপনার  নিবন্ধন সফলভাবে সম্পূর্ণ হয়েছে’ এই ম্যাসেজটি দেখাবে। কোড প্রদানের সময়সীমা ১৫ মিনিট।

৪। হোম পেজ থেকে লগইন বাটনে ক্লিক করে আপনার মোবাইল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন এবং ড্যাসবোর্ডে আবেদনকারীর ছবি আপলোড করুন ।

৫। ‘শিক্ষাবৃত্তির আবেদন করতে এইখানে ক্লিক করুন’ এই লিংকটি ক্লিক করে নির্দেশনা অনুযায়ী পরবর্তী ধাপে আবেদন ফরম পূরণ করুন।

৬।  আবেদন ফরমের প্রতিটি কলাম যথাযথভাবে পূরণ করে সর্বশেষ পরীক্ষায় মূল মার্কশীট ফটোকপি করে  ১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক/ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্তৃক সত্যায়িত করে স্ক্যান কপি আবেদনের সাথে সংযুক্ত করুন।

       ৭। ফরম যথাযথভাবে পূরণ করে ‌‌আবেদন সংরক্ষণ  ও প্রিন্ট/ডাউনলোড করুন বাটনে ক্লিক করে আবেদন সংরক্ষণ করে প্রিন্ট করুন।

       ৮।  জিপিএ ফলাফলের ২.০০ পয়েন্টের নীচে প্রাপ্ত শিক্ষার্থীদের আবেদন করার প্রয়োজন নাই।

৯।  আবেদন ফরম প্রিন্ট করার পর আবেদনটি সফলভাবে দাখিল হলে আবেদনকারী তাঁর মোবাইল ফোনে আবেদন গ্রহণের ডায়েরি নম্বর ও তারিখ সম্বলিত একটি ক্ষুদে বার্তা পাবেন এবং পরবর্তীতে অনলাইনে লগইন করে আবেদনের অবস্থা সম্পর্কে জানতে পারেন ।

 

স্বাক্ষরিত-১৯/০১/২০২০

 নির্বাহী কর্মকর্তা

 ফোনঃ ০৩৫১-৬৩২৬২